আমি আর আগের আমি নই।
সময় আমার ভেতর থেকে এমন কিছু নিয়ে গেছে— যা আমি দিতে চাইনি।

আমি সেই মানুষও নই,
যে হতে চেয়েছিলাম একদিন।
স্বপ্নেরা বদলে গেছে, কিছু ভেঙে পড়েছে নিঃশব্দে,
আর কিছু আমি ফেলে এসেছি পেছনে না বুঝেই, ভুল করেই।

এখন আমি দাঁড়িয়ে আছি মাঝপথে—
না ফেরা এক অতীত আর না পৌঁছানো ভবিষ্যতের ঠিক মাঝখানে।
আমি চলছি ঠিকই, তবু আটকে আছি অদৃশ্য এক অনিশ্চয়তার কুয়াশায়।