যে জীবন চিরদিন থাকে না
তারেই করো কত মায়া
যে প্রেম দেয় শুধু বেদনা
খোঁজো তবু তার ছায়া!


যে ধন কখনো তোমার নয়
তারে নিয়ে দেখো স্বপন
পরের জমিতে তুমি আর
কত শস্য করবা বপন।


নিজেকে চিননা খুঁজো
অন্যের দোষ গুণ
ঘুণে যেমন কাঠকে খায়
দেহকে খায় নুন।


আগুনে পুড়ায় সব
আগুনে পুড়েই খাঁটি
যা কিছু আছে সবই নশ্বর
বিনশ্বর শুধু মাটি।