ঈশ্বর!আজ থেকে তোমার সাথে আড়ি।
মানবো না আমি তোমার বিধান।
তোমার পাথরে প্রাণ।
আমি আমার ধ্বংশ মেনে নেবো
জাহান্নাম মেনে নেবো
কিন্তু তোমার হেলা মানবো না।
সব করেছি তোমার মনোরঞ্জনে
তুমি চাইলে এখন আমায় ধ্বংশ করতে পারও।
বরবাদ করতে পারও, তুমি সবই পারও,
শুধু পারও না, এ শৃঙ্খল ভেঙে দিয়ে ব্যবধান কমাতে।
তুমি চাইলে কি শান্ত হয় না পৃথিবী?
তুমি চাইলে কি সব ফিৎনা থেমে যায় না?
তুমি লীলা দেখছো বসে বসে,
আড়ি তোমার সাথে।