মধ্য রাতের ঘুমশহরে,
মৃদু আলোর সেই প্রহরে,
প্রাণপ্রেয়সী প্রেমিক খুঁজে
আমি খুঁজি কারে?


দিনের আলোয় খুব সাধারণ,
সহজ সরল কাজের ধরণ,
মুখোশ খোলে যে মানবী
রাতেরই আঁধারে।


আগুন, পানি যার কাছে হয়,
মিষ্টিমধুর কথা যে কয়,
সেই প্রেয়সী কোথায় আছে
কোথায় পাবো তারে?


সে কি আছে মাঠের শেষে,
ঘুমহীনা সেই সুখের দেশে,
কোন্ নদীটির কোন্ মোহনায়
আছে সে কোন্ পাড়ে?


মন জানালায় একটুও কী
দেয় না সে কি উঁকিঝুঁকি
দিবারাতি কেন যে সে
ভাবনাতে মন কাড়ে!


কাছে এসে দেয় না দেখা,
থাকে কী সে একা একা?
কয় না কথা সেই পাখিটা
তিলেতিলে মারে।


০৯/১১/২০১৮ ইং সন্ধ্যা ৭ টা