সাদা মেঘের পুঞ্জগুলো
নীল আকাশে ভাসে,
শিশিরকণা ঘাসের ডগায়
চকমকিয়ে হাসে।


রোদের উপর গা ভাসিয়ে
ছায়ার ঘুরাঘুরি,
ভাদ্রমাসে রোদ ও ছায়া
খেলে লুকোচুরি।


নদীর কূলে হাতছানি দেয়
ফুল ভরা কাশবন,
শিউলি শাখে বিহগগীতি
শুনে জুড়ায় মন।


জারুল, চাঁপা, বেলি হাসে
সবুজ পাতার ডালে,
সন্ধ্যাতারা ফুল ঝরে যায়
শরৎ প্রাতঃকালে।


গুনগুনিয়ে হুল ফুটিয়ে
ভ্রমরা যায় উড়ে,
ঋতুরানি শরৎ হাসে
সারা বাংলা জুড়ে।