বাবা আমাকে পাঠালেন সওদা করতে হাটে,
সেই কাজে যাবার কালে নেমে গেলাম মাঠে।
মত্ত হলাম খেলা ধুলায়, ভুলে গেলাম কাজ;
হঠাৎ দেখি ডুবছে বেলা, ঘনিয়ে এলো সাজ।
দিলাম দৌড় হাটের পানে আনতে সওদা কিনে,
গিয়ে দেখি পকেট খালি, ফিরলাম সওদা বিনে।
এবার আমার অবস্থা কী হতে পারে তা ভাবো!
আমি এখন বাবার কাছে দাঁড়িয়ে নিস্তার পারো?
ঠিক তেমনি আমরা সবাই এসেছি ভবের বুকে,
করতে পালন রবের হুকুম সুখে কিংবা দুখে।
কিন্তু আমরা ভুলে গিয়েছি রবকে দেয়া কথা,
মজে গিয়েছি রঙ তামসায়, হারিয়েছি মানবতা।
দিনের পরে দিন চলে যায়, পার হয় কত সাল!
যৌবন কালের সীমা পেরিয়ে আসে যে বৃদ্ধকাল।
এখনো যদি কাটাই সময় চায়ের দোকানে বসে,
মজে থাকি গল্প-কথায় কিংবা হাসি রঙ্গ রসে;
হবে কী আমার হঠাৎ যদি আসে মালাকুল মাউত
দেবো কী জবাব রবের কাছে করে জীবন ফাওত?
এখনো কী হবে না হুশ? আসবে না দ্বীনের বুঝ?
মিলবে কিসে মুক্তি আমার করবো না তার খোঁজ?