পীরধরা নয় ফরজে আইন,
ধর কুরআন সুন্নাহ;
চল সদা মুত্তাকীদের সাথে,
মিলবে তবেই জান্নাহ।


পড় নিজে কুরআন-হাদিস,
কর চিন্তা ফিকির;
পড় সালাত, রাখো রোজা,
কর রবের জিকির।


থাকো বেঁচে শিরক থেকে,
করো না বি'দাত কুফর;
করো না অন্যায়-অবিচার,
যুলুম অন্যের উপর।


করো না ছিন্ন কোনক্রমেই
আত্মীয়তার বাঁধন;
সময়মতো দ্বীনের কার্য
করো সম্পাদন।


মানতে যদি পারো তুমি
আমার এসব উক্তি
হবে তুমি রবের প্রিয়,
পাবে তবেই মুক্তি।