নাখালপাড়ার চিপাচাপা অলিতে গলিতে তোমারে খুঁজি
সিগারেটের ফিল্টারে তোমারে খুঁজি
চিনি ছাড়া চায়ে চিনির মতো তোমারে খুঁজি
মরুভূমির পানির মতো তোমারে খুঁজি
জগতের কোন জিনিসে যে খুঁজি নাই
সেইটা ভাবতে গিয়া নিজেরেই কবে হারায়া ফেললাম,
সেইটা আর বুঝি নাই।
যখন বুঝলাম হারায়া গেছি
চাইরপাশে তাকায়া দেখি সব গাড়ির হেডলাইট বন্ধ।
এ এক মহা মুসিবত
যেদিকেই তাকাই দেখি
তোমার চোখের মতো সব অন্ধকার
আমার ফুসফুসের মতো সব কালো।
ধুর,সস্তা আলাপ।
অবশ্য জীবনটাই তো সস্তা
তাই তো তুমি ভাইঙ্গাচুইরা চইলা গেলা।
যাও,আফসোস নাই।
আবার ও মিথ্যা কইলাম।
যাকগে,আবার অন্ধকারে আসি
বন্ধ গাড়ির হেডলাইটের সামনে শুইয়া তড়পাইতেসি।
তড়পাইতাসি কাউরে কওনের লেইগা যে আমি হারাইয়া গেছি,
বিলাপ ধরা শুরু করলাম
একটা সময় ভাষা ফুরায়া যায় তবে বিষাদ ফুরায় না।
এইটা কি নরক?
অবশ্য নরক আমারে জায়গা দিয়া
নিজের আয়ু ক্ষয় করবো না।
কথা কওনের যেহেতু কেউ নাই
তিন বছরের বাচ্চার ললিপপ না পাওনের মতো অভিমান করলাম।
সিদ্ধান্ত নিলাম আন্ধারের ভিতরেই হাঁটা দিবো
পৃথিবীর শীতলতম স্থানে চইলা যাবো।
যেইখানে আমার চোখের পানি ঠান্ডায় জইমা বরফ হইবো
যেই বরফ বাড়তে বাড়তে পৃথিবীর সবচেয়ে বড় বরফপর্বত হইয়া
আমার কথার প্রতিধ্বনি হইবো
অন্তত সঙ্গীর অভাবটা তো মিটবো।
নিজের চোখের পানির বরফের উপরে খাড়াইয়া জোরে চিল্লান দিয়া বলবো,
একটি শোক সংবাদ।একটি মানুষ হারিয়ে গিয়েছে।
একটি শোক সংবাদ।একটি মানুষ হারিয়ে গিয়েছে।
মানুষটির উচ্চতা জানা যায়নি।
মানুষটির গায়ের রঙ জানা যায়নি।
মানুষটি কি পরে ছিলো তাও জানা যায়নি।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মানুষটি খুঁজে পান
তাহলে দয়া করে ঈশ্বরের সাথে যোগাযোগ করবেন।
একটি শোক সংবাদ।একটি মানুষ হারিয়ে গিয়েছে।....
....যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মানুষটি খুঁজে পান
তাহলে দয়া করে ঈশ্বরের সাথে যোগাযোগ ....
-