আমি বেসরকারি এক চাকর,
কভু পাইনি গুণের কদর।
শুধু পেতে বসের আদর,
সাজি লেজ হীন এক বাদর।


যখন বিশ্ব সেরা জ্যামে,
আমি টেনশানে যাই ঘেমে।
হয়তো চাকরি গেল থেমে,
নয়তো বেতন গেল কমে!


শুনি নিত্য বসের ঝাড়ি,
ফিরি মধ্য রাতে বাড়ি।
অফিস যেতে তাড়াতাড়ি,
আমি আরাম নিদ্রা ছাড়ি।


ভাবি কবে বেতন পাবো,
বাসা ভাড়া কেমনে দেবো!
পুরো মাসটা যে কি খাবো!
কবে সচ্ছল আমি হবো?


খোকার সেমিস্টারের টাকা,
দিতে বাকি শুধু একা।
ছিল ভাগ্যে এটাই লেখা?
গ্যাপ দিল আমার খোকা!


বউয়ের শরীর বড্ড খারাপ,
জ্বরে যাচ্ছে বকে প্রলাপ!
খোদা! করেছি আমি কি পাপ?
নেই অর্থ বিত্তের প্রতাপ!


আমি বেসরকারি এক চাকর!
গাধার খাটনি নৈশ প্রহর!
করুণ অভাব জীবন সমর!
এটাই সৎ থাকবার কদর!