আমি শংকিত প্রাণ কম্পিত,
ছিল সঞ্চিত তবু বঞ্চিত।
মান রক্ষায় দেহে সত্তায়,
ভেঙ্গে প্রত্যয় শত অন্যায়।


তবু এইক্ষণ আশা প্রাণপণ,
করে ক্রন্দন জুড়ি বন্ধন।
হতে মুক্ত রই অভুক্ত,
প্রাণ উম্মুক্ত দেহ অভিযুক্ত।


সেই উদ্ভাস করে উল্লাস,
প্রাণে উচ্ছাস দেহে অভিলাষ।
কুড়াই অভিশাপ করি পরিতাপ,
করে সব পাপ শেষে পরিমাপ।


তবু চিত্ত করে নৃত্য,
ভরা সত্য এই বৃত্ত।
পাপে অন্ধ আজ এ দন্ধ,
দেহে ছন্দ শ্বাস বন্ধ।


প্রাণে প্রতিবাদ দেহে অবসাদ,
দেখায় আহ্লাদ ছেড়ে মতবাদ।
পেতে নিষ্কৃতি দিয়ে স্বীকৃতি,
সেই দুষ্কৃতি তোলে উদ্ধৃতি।