আর কোন দিন এমনি করে
সামনে তোমার আসবো না,
এই দুটি হাত জড়ো করে
ক্ষমাও আমি চাইবো না।


বয়ে যাওয়া স্রোতের মতন
বয়েই যাবে সময়,
সেই না স্রোতে হারিয়ে যাবো
খুঁজবে না কেউ আমায়।


কালের অতল গহ্বরে
হারিয়ে যাবো একাকী,
একাকিত্তের সে আঁধারে
সঙ্গী তুমি থাকবে কি?


ইচ্ছা হলেই এমনি করে
আরতো কাছে আসবো না,
তোমার মনের যায়গা জুড়ে
হয়তো আমি থাকবো না।


একাকিত্তের সে ভুবনে
থাকবে শুধু স্মৃতি,
সাথী হয়ে রবে তোমার
গভীর মধুর প্রীতি।