তুমি আশ্বস্ত করেছো আমায়
তাই আমি পথ চেয়ে তোমার অপেক্ষায়।
স্মৃতি মাখা দিনগুলো ঠাঁই পায় ভাবনায়
তোমার আমার দূরত্ব সে কথাই বলে যায়।


আকাশ জুড়ে কালো মেঘের আড়াল হতে
হাজার গ্রহ নক্ষত্র ভেদ করে ভেসে আসে
শুনে যাই প্রতিনিয়ত তোমার  সে আওয়াজ
আমার অনুভবে সারাক্ষণ তোমার উপস্থিতি।


চঞ্চল অগ্রগামী আমাকে তুমি আশ্বস্ত করেছো বলে
ভুবন জুড়ে ডালে ডালে পাখি আজো গেয়ে যায় গান
তুমিহীন বাদল দিনে ঝিরিঝিরি বৃষ্টির ধারাতে
একাকী কাটে ক্ষণ সাথে নিয়ে মধুময় ছন্দ।


নীরব একাকিত্তে প্রতিটা বসন্তের বিকেলে
প্রকৃতি জুড়ে কোকিলের কুহুডাকে উচ্ছারিত হয়
তোমার মধুময় নাম আর তা শুধু আমি শুনি
মন ভরে সারাটা বসন্ত বিকেল জুড়ে।


আশ্বস্ত করেছো বলেই আজো দাঁড়িয়ে পথের পাশে
টকটকে লাল ফুলে ভরা কৃষ্ণচূড়া গাছটা
স্মৃতি মাখা অপেক্ষা নিয়ে আমি আছি বসে
শুধুমাত্র তোমার আশায় পথ পানে চেয়ে।