শক্তির অপচয় নিত্য যে করে যায়
রোজ তাকে হানা দেয় জীবনের পরাজয়।
আজকের নীরবতা আগামীর উত্থান
জড়তার মাঝেও থেকে যায় স্পন্দন।


অযাচিত কোলাহল মনে হয় লোকবল
বিপদে পড়লে তবে বোঝা যায় ফল।
রাধা ভাত ছিটিয়ে জুটে যায় যে কাক
সেই কাকই আড়ালে কাটে লজ্জার নাক।


যে আলোর আড়ালে আঁধারের খেলাঘর
সে আঁধার আলোকে করে না কভু পর।
নিঃশ্বাসের উপরে আছে কার বিশ্বাস?
বাহবা দিয়েও জুটে যায় উপহাস।


আশা নিয়ে ভেসে চলে কূলে তরী ভিড়বে
কে জানে কোনখানে কার পাল ছিঁড়বে।
প্রাণটাকে দেয় বল অজানা সে শক্তি
পৃথিবী গেঁথে রাখে মানবের উক্তি।


দুর্বল দেখে যায় সবলের আচরণ
মৃত্যুর আবরণে জীবনের বিচরণ।
বাইরে মৃদুহাসির আড়ালে ক্রন্দন
শত জ্বালা সয়ে যায় ভেতরের স্পন্দন।


পালাক্রমে যাওয়া আসা থাকে শুধু আত্মা
আত্মার শক্তিতে বেঁচে রয় সত্ত্বা।
ক্রমাগত ছুটে চলে নির্ভীক মহাকাল
আত্মার শক্তি রয়ে যাবে চিরকাল।