বিয়ের আগে বউ মরেছে, না বালিকা মা হয়েছে,
আম গাছে কাঁঠাল ধরেছে, শিশু বাবুর গোফ গজেছে।
আইন কানুন কান মলেছে, শপথে মিথ্যা বলেছে,
শিক্ষাগুরু মার খেয়েছে, ছাত্র তার কলার ধরেছে!


মেয়ে মেয়ে বে করেছে, ছেলে ছেলে ইয়ে হয়েছে,
নাবালিকা মা হয়েছে, বাসর ঘরে বাপ বলেছে।
খুন করে খুব দাম হয়েছে, কথা বলে গুম হয়েছে,
জলেতে আগুন জলেছে, রাজা নিজেই ভিক চেয়েছে।


জন্মের আগে নাম বলেছে, কাকুর সাথে মা চলেছে,
বলদ রহিম সৎ রয়েছে, আর ভয়ানক ফল সয়েছে।
লবণ চিনি টক হয়েছে, মরা পাখি গান গেয়েছে,
রডের বদলে বাশ দিয়েছে, বাপের জমি খাশ হয়েছে।


মরার পরে ফাঁস হয়েছে, বেঁচে থেকে লাশ হয়েছে,
দেনাতে আকাশ ছুয়েছে, মগের মুলুক দেশ হয়েছে।
হেমন্তে কোকিল ডেকেছে, পরকিয়ায় লোক মেতেছে,
নর্দমাতে ঘ্রান হয়েছে, দাদুর সাথে নাত শুয়েছে।


পুরুষ লোকের চুল ঊড়েছে, নারীর মাথা টাক হয়েছে,
মশাতে কামান দেগেছে, বাঘের খাবার বক খেয়েছে।
সব বেঁচে ফোঁড়া কেটেছে, ভিক্ষুকে দালান গড়েছে,
মুর্খরা নেতা হয়েছে, রেপ করে তয় পেয়েছে।


শরম ও বিক্রি হয়েছে, পয়সাতে ডিগ্রী নিয়েছে,
বে'র আগে তালাক দিয়েছে, রক্ততে সুনাম ধুয়েছে।
বীনা মেঘে বাজ পড়েছে, মরা গরু শিং নেড়েছে,
উপর দিকে জল গড়েছে, বাতাস দিয়ে ঘর গড়েছে।


সকালে জন্ম হয়েছে, বিকালে তার দাঁত নড়েছে,
ঘুস না খেয়েও মেদ বেড়েছে, জুয়ার টাকায় হজ্জ করেছে।
নাম না জানা রোগ বেড়েছে, বউয়ে ধরে বর মেরেছে,
যার কাছে নালিশ দিয়েছে, সে বলেছে বেশ হয়েছে।