আর কখনো হয়তো আমি
আসবো না আর ফিরে,
পৃথিবী হতে নামটা আমার
মুছে যাবে ধীরে ধীরে।


তোমাদের সাথে এই ছলা কলা
হয়ে যাবে অবসান,
রয়ে যাবে কিছু মধুর স্মৃতি
পাখিদের কলতান।


পাহাড় বেয়ে অনবরত
ঝরবে ঝরনা ধারা,
দূরের আকাশে মিটি মিটি
জলবে ধ্রুব তারা।


এই নদীতে এমনই স্রোত
একই ভাবে বয়ে যাবে,
হয়তো আমার রেখে যাওয়া স্মৃতি
ধীরে ধীরে ধুয়ে দেবে।


সেদিন তোমরা কেউ কি আমায়
ভাববে এমনি করে?
পৃথিবী হতে নামটা আমার
মুছে গেলে ধীরে ধীরে?