ঢেউয়ের তালে তালে নদে মাঝির পালে,
মৃদু ছোয়া পেতেই যেন টোল ধরে যায় গালে।
বৃষ্টি ঝিরি ঝিরি স্বপ্ন সারি সারি,
অবুঝ মনের সিংহাসনে একমাত্র নারী।


বাগান ভরা ফুল ঝোলে কানে দুল,
ঐ নয়নে চেয়ে মাঝি পেল ফিরে কূল।
আকাশ ভরা তারা ছোটে দিশেহারা,
মধুর পরশ পেতে হৃদয় যেন গৃহহারা।


স্রোতের টানে টানে ভেসেছে তার বানে,
হিমেল হাওয়া গাছের পাতায় মধুর সে সূর আনে।
চলতে চলতে থেমে সবাই গেছে ঘেমে,
মধুর ছোয়ায় জীবন জুড়ে সুখ এসেছে নেমে।


এ কোন সুখের ছোয়া বইছে মধুর হাওয়া,
দেহ মনে চন্দে তালে অশেষ পরম পাওয়া।
ভেঙ্গে গেছে বাঁধ নেই কোন বিবাধ,
মোহের টানে প্রাণটা যেন হয়েছে উন্মাদ।


সয়না যে তাই দেরী তৃষ্ণা বুকে ভারী,
খুশীর জলে নেয়ে প্রাণটা বেজায় অহংকারী।
ঝড়ো হাওয়ার মত আবেগে আপ্লুত,
রুপে নয়গো গুণের জাদু করল বিমোহিত।