প্রথমটাতো কর্তব্য বা
অবশ্য করণীয়,
স্বর্গের সুখ দান করে যান
সৃষ্টি কর্তা স্বীয়।


সম্মিলিত প্রচেষ্টাতে
জগত ভরে ফুলে,
সামান্যতম ত্রুটিতে আবার
নরকের অগ্নি জ্বলে।


দ্বিতীয়টা কি বোকামি
করেছে যে জানে,
দেহ থাকে অবশ অসাড়
শ্বাস থাকে না প্রাণে।


তারচে অধিক পাগলামি বা
মাতলামি বলা চলে,
কারণ ছাড়া স্বীকৃত নয়
সমাজ ধর্মে কালে।


হেতু বিনা না করাটা
নিছক ভণ্ডামি,
পরকীয়ার চেয়েও নোংরা
ঘৃণ্য সমকামী।