মানুষ মারার লাইসেন্স দিয়েছে সরকার,
কি আছে ঐ আইন বইয়ে ধার ধারেনা তার।
ইচ্ছে মত মারতে পারে যখন যাকে খুশী,
যাচাই করার পায়না সময় দোষী কি নির্দোষী।


কার মায়ের কোল খালি হল কে দেখবে আজ হায়,
দীর্ঘশ্বাসে সবার মনের ঘৃণা প্রকাশ পায়।
বলতে গিয়েও বলছে না কেউ প্রান হারাবার ভয়ে,
সত্য বুকে চেপে যাচ্ছে  এই অবিচার সয়ে!


প্রতিবাদী চেতনাতে উঠালে কেউ হাত,
ঘনিয়ে আসছে কঠিন সময় জুটছে জেলের ভাত।
তার পরেও দু চার কথা বলবে যদি আর,
নো টেনশান তার জন্য তৈরী ক্রসফায়ার।


ভেজা বেড়াল সেজে ঘরের কোনে বসে থাক,
কোথায় কয়টা মরছে মানুষ টিভি স্ক্রীনে দেখ।
এই সমাজ এই দেশের প্রতি দায়িত্ব কই তোমার?
বউয়ের আঁচল তলায় বসে গোপনে খাও আচার!


সৎসাহস আর প্রতিবাদী হৃদয় আছে যার,
কোন ভাবেই সইবে না সে এমন অত্যাচার।
দেশ ও দশের স্বার্থ রক্ষায় অন্তর কাঁদে তার,
তার হুঙ্কারে বন্ধ হবে নির্মম ক্রসফায়ার।