দেবে কি একটু শান্তি
বিনিময়ে আমি দূর করে দিব
তোমার যত ক্লান্তি।


দেবে কি একটু আরাম
বিনিময়ে তোমায় যা দেব তাতে
অনুভূতি হবে পরম।


দেবে কি একটু সুখ
বিনিময়ে আমি পেতে দিব
ঝড়ের সামনে বুক।


দেবে কি একটু খুশী
বিনিময়ে দেব অন্তর জুড়ে
স্বপ্ন রাশি রাশি।


দেবে কি একটু সঙ্গ
মায়াবী জাদুর পরশ বুলায়ে
জুড়িয়ে দেব অঙ্গ।


দেবে কি একটু ভরসা
বিনিময়ে দেব পূর্ণ করে
মনের যত আশা।


দেবে কি একটু অভিমান
বিনিময়ে তোমায় বুঝিয়ে দেবো
প্রেমের কঠিন অভিধান।


দেবে একটু পাত্তা
বিনিময়ে হবে পরিতৃপ্ত
তোমার ব্যথী আত্মা।


দেবে কি একটু নির্যাস
সেখান থেকে, যেখানে তোমার
চেতনা করে বসবাস।


দেবে কি একটু দুঃখ
বিনিময়ে দেবো উপহার তোমায়
বাঁধন পরিপক্ব।


দেবে কি একটু মনোযোগ
বিনিময়ে পাবে ভাগ্যে লেখা
সকল শান্তি উপভোগ।


দেবে কি হাত টি বুলায়ে
তাতেই মনের যত বেদনা
হয়তো যাবে জুড়ায়ে।


দেবে কি একটু হাসি
বিনিময়ে আমি বলেই দিব
তোমায় ভালোবাসি।