কতিপয় জনগণ লুটে নিলে সম্পদ
ধীরে ধীরে বাকিদের হয়ে যায় খালি হাত।
কৌশলে পৃথিবী তাদেরই দখলে
সাধারণ জনগণ অভাবের কবলে।


শিক্ষার প্রসারে যুক্তির কোলাহল
ক্ষেত্রের অভাবে নীরবতা অবিচল।
মুখ বুজে সয়ে যায় অভাবের ধিক্কার
সম্পদশালীরা শোনেনি সে চিৎকার।


জীবনের যুদ্ধে হারতে সে চায়নি
যোগ্যতা আছে তবু কোন লাভ হয়নি।
বিদঘুটে নিয়মে কেড়ে নিল অধিকার
জীবনের ঘানি টানা দেয়না আজ অবসর।


নিয়মের বেড়াজালে আবদ্ধ ক্ষমতা
প্রতিভার বিকাশে বাঁধা হয় জড়তা।
কৃত্রিম তৃষ্ণায় মানবতা মৃতপ্রায়
কতিপয় ধনশালী অমৃত দিয়ে নায়।


মুক্ত এ বাজারে অর্থের চড়া দাম
বিক্রিত মেধা দিয়ে ঝরে শ্রমের ঘাম।
কতিপয় দিয়ে যায় সামান্য সেলামী
বাধ্য সকলে করে যায় গোলামী।