গণতন্ত্র হয়ে গেছে
মানুষ মারার মন্ত্র,
প্রতিপক্ষ ঘায়েল করার
সুকৌশলী যন্ত্র।


রক্ষাকারী ভুলে গেছে
গণতন্ত্রের সঙ্গা,
স্বার্থ উদ্ধার করতে নিজেই
সৃষ্টি করছে দাঙ্গা।


একে অন্যের ত্রুটি ধরতে
দিন রাত্রি ব্যস্ত,
সংবিধানের দোহাই দিয়ে
অপকর্মে ন্যস্ত।


আইন থাকে খাটের তলায়
টাকায় চলে আদালত,
ষোল কোটির আহার যোগায়
তার জোটে না পান্তা ভাত।


ডেমোক্রেসির ছাতার তলায়
দাঁড়িয়ে আছে বাংলাদেশ,
স্বৈরাচারীর ষড়যন্ত্রে
তলে তলে হচ্ছে শেষ।


গোমরটা ফাঁস করছি বলে
জানি পাব তিরস্কার,
হয়তো বা কাল জেল খানাতে
হব নিজে আবিষ্কার।


যখন যারা পাচ্ছে সুযোগ
ফায়দা তখন লুটছে বেশ,
বীর বাঙ্গালীর নিজের হাতেই
রসাতলে যাচ্ছে দেশ।


জেগে ওঠো রক্ষা কর
বিলিন হচ্ছে গনতন্ত্র,
মুক্তি যুদ্ধের অনুপ্রেরণায়
রুখে দাও এ ষড়যন্ত্র।