যখন তোমায় থাকতে হবে
আমায় ছাড়া একলা,
দিশা হারা মনে হবে
সেই একাকী পথ চলা।


ধৈর্য দিয়ে নিঃসঙ্গতা
দূরে ঠেলে দিও,
নিজের মতন নতুন পথের
দিশা খুঁজে নিও।


গভীর রাতে একলা ঘরে
আমায় মনে হলে,
ওই আকাশের চাঁদকে দেখো
জানলা টাকে খুলে।


দূর আকাশের তাঁরার মাঝে
খুঁজে নিও আমায়,
কালের বিবর্তনে যখন
বদলে যাবে সময়।


হয়তো তখন মুছে যাবে
স্মৃতি গুলো আমার,
নতুন স্বপ্ন নতুন আশা
সঙ্গী যখন তোমার।