মনিষীদের মতে, “কাজের নাম কর”
শুনলে আবার কারো কারো গায়ে ওঠে জ্বর,!


আজ করলে করা হবে কাল বললে কালে যাবে,
অলসতা বিষাদময় কাজ করলে তৃপ্তি পাবে।


এই জগতে তোমার আসা শুধুই কাজের জন্যে,
তাকিয়ে দেখো হাজার লোকে খুজছে হয়ে হন্যে।


কাজকে তরুন তুমি যদি এতই পেলে ভয়,
সেটা কেমন করে বল কাজের কথা হয়?


কাজের খোঁজে রাতে দিনে কাজ আর শুধু কাজ,
অলস লোকের কাজে যেতে জাগে দ্বিধা লাজ।


সাগর পারে থেকেও তারা পিপাসাতে মরে,
রাজপ্রাসাদে জন্ম নিয়েও চাল থাকে না ঘরে।


কাজ শক্তি কাজ ভক্তি কাজ সার্থকতা,
ভয় পেওনা দ্রুত কর  বললে কাজের কথা।


মূল্য যারা দেয়নি কাজকে  শেষ হয়েছে কবে,
মর্যাদা যে দিয়েছে সে সার্থক আজ এ ভবে।


কিসের দ্বিধা কিসের লজ্জা কিসের মানের ভয়?
এখন তোমার ভরা যৌবন কাজ করবার সময়।


তাইতো গুণী লোকে দিল কাজের নামটা ‘কর’,
কাজ সন্তান কাজ স্ত্রী কাজ জগতের বর।