থাকতো যদি বোঝার উপায়, কার মনে কি আছে,
চোখের জলে কার কত রাত, নির্ঘুম কেটে গেছে।
কোনটা সত্য কোনটা মিথ্যা, মুখ দেখে বোঝা গেলে,
কে কতটা কষ্ট জীবনে, এসেছে পেছনে ফেলে।


প্রখর রোদে এই মাটি যদি, কখনো না ফেঁটে যেতো,
বৃষ্টি ফোঁটা কত যে মধুর, কখনো কি জানা হতো?
বেপরোয়া স্রোতে যদি না ভাঙত, জীবন নদীর কূল,
দুঃখের অবসান হত কি তবে, শুধরাতো কারো ভুল?


ডালে ডালে বসে ওই পাখিরা, কেন সূরে সূরে গায়,
সে সূর শুনে হৃদয় জুড়ায়, কষ্ট কি বোঝা যায়?
চোখ দুটো দেখে যদি বোঝা যেত, কতটা ক্লান্তি দেহে,
দীর্ঘশ্বাসের শব্দ বলত, ভেজা চোখ কার মোহে।


আকাশে তাকিয়ে নির্ণীত হলে, নক্ষত্রের পরিমান,
সমবেদনা জানালে দুঃখের, হয়ে গেলে অবসান।
অশ্রু সজল নয়নে তাকিয়ে, যদি প্রাণ গলে যেত,
দলবেঁধে ওড়া পাখীদের দেখে, মানুষে শিক্ষা নিত।


আয়না দেখে দোষ ত্রুটি গুলো, সামনে এসে গেলে,
কতবার শ্বাস নিয়েছি ভেতরে, কতবার দিয়েছি ফেলে।
হাতটা বুলিয়ে দুঃখের স্মৃতি, যদি দেওয়া যেত মুছে,
হয়তো তবে বোঝা যেত, কার মন জুড়ে কি আছে।