মন তবু ভরল না
পেট পুরে খেলে,
কিছুই হয়নি পাওয়া
ঘর ভরে পেলে।


এত কিছু পেয়ে যদি
তৃপ্তি না হয়,
খালি পেটে কিভাবে
ওরা বেঁচে রয়?


চোখ মেলে চেয়ে দেখো
কাটেনি তো ঘোর,
নীতি কথা বলে যাও
তুমি বড় চোর।


নিজ পাপ ঢাকতে
শুধু অভিযোগ,
তুমিই এনেছো ডেকে
এই দুর্যোগ।


জনতার সম্পদে
ভরে নিজ ঘর,
সমাজের সেবা করে
নিলে অবসর।


তোমার মেটেনি ক্ষুধা
গরীবেরা কয়,
তোমাদের পেট খালি
ওদের টা নয়।