বউ রোজ ধরে পায়,
দিন রাত মাফ চায়!
কবিতা ভুলে যাও,
সংসারে মন দাও!


কবি মন বোঝে না,
কারো কথা শোনে না!
লিখে যায় কবিতা,
কম লোকে পড়ে তা!


ছাপতে কবিতা বই,
সব শেষ থাকে কই?
শোয় রাতে গাছ তলে,
পাগলেও কান মলে!


ডান বাম বোঝেনা,
কোন লাভ খোঁজেনা!
থাকে সৎ স্বভাবে,
তাই মরে অভাবে!


মরুক সে না খেয়ে,
পায় কই কিছু চেয়ে?
যাক কবি মরে যাক!
কবিতা বেঁচে থাক।