হোক সে দোষী নির্বিচারে কেমনে তারে মারো?
লোক দেখানো বিচার তুমি কোন সাহসে কর?
অপরাধীর জন্য আছে নির্ধারিত আইন,
নির্বিচারের জালে ফাঁসবে তুমিও একদিন!


অর্থ লোভে অপরাধী পেয়ে যার উস্কানি,
আইন তাকে শ্রদ্ধা জানায় চলছে কানাকানি।
অপরাধী তৈরি করে চিন্তা কিসে তার?
পাড়ায় পাড়ায় পৌঁছে দিয়েও দিব্যি পাচ্ছে পার।


প্রলোভনের ফাঁদে পড়ে ঝুকিতে যার প্রাণ,
ন্যায্য বিচার পাবার দাবী করছে জনগণ।
উচিৎ ওদের সঠিক ভাবে করা পুনর্বাসন,
রাষ্ট্র কেন ভূল পন্থা করছে আজকে গ্রহন?


এমনি যদি অপরাধী কৌশলে পায় পার,
সন্ত্রাসবাদ দমন করার সাধ্য আছে কার?
নির্বিচারে মারছে যারা ওরাও অপরাধী,
স্বাধীন দেশটা হয়নি আজও মানবতাবাদী।


নির্বিচারে মানুষ হত্যা যেন বন্ধ হয়,
মানবতার দাবী কোন দলীয় দাবী নয়।
বিচার আওতায় পাক না সাজা এটাই কাম্য সবার,
আমজনতা চায় না দেখতে লোক দেখানো বিচার।