অতি প্রাচীন ধ্যান ধারনা
হয়তো বা কেউ সমমনা,
সত্য গেছে ঢাকা পড়ে
মিথ্যার তাই আনাগোনা।


প্রতিবাদী বিকলাঙ্গ
ভীতি দিচ্ছে অসৎ সঙ্গ,
লজ্জা রাখে মানিব্যাগে
সমাজটা তাই আজ উলঙ্গ।


চারিধারে শুধু ক্লান্তি
গহীন জুড়ে তাই অশান্তি,
আলো আধার যুদ্ধ শেষে
উপহার দেয় বিভ্রান্তি।


সহ্য করা বড়ই কঠিন
মেনে নেয়া নয় সমীচীন,
তবু সবি উল্টো ঘটে
কেউ বা বলে ধারা প্রাচীন।


কণ্ঠ জুড়ে মিষ্টি বুলি
প্রতিশ্রুতির মিথ্যা ঝুলি,
আরও পাবার অসৎ থাবা
দিন দুপুরে আনে গোধূলি।


অপশক্তির মিথ্যা বড়াই
ইচ্ছাকৃত কুপথ মাড়ায়,
সমাজটা হয় কলুষিত
ধ্বংসলীলার দুয়ার গোঁড়ায়।