মাল হলে জাপানী, ভালো হয় তা জানি,
করে যারা ব্যবহার, বলে তারা এ খবর।
হলে ভারতীয় মাল, নকল কিংবা আসল,
প্রতিবেশী দেশ বলে, মেনে নেই প্রাণ খুলে।


ইন্দোনেশিয়া হতে, যা আসে হাতে হাতে,
ঘরে রাখে সাজিয়ে, অতীব খুশীর সাথে।
মালএশিয়ার মাল, ভালো চলে কিছুকাল,
তারপর হয়ে যায়, ভাঙ্গাড়ি বা জঞ্জাল।


মেড ইন পাকিস্তান, কম মেলে সন্ধান,
ভালো মান হলেও, খারাপের সমমান।
সিঙ্গাপুর হতে আসা, মাল নাকি হয় খাসা,
এক্সচেঞ্জ করলেও, করা যায় কিছু আশা।


আর ভাই চায়না, ধরে শুধু বায়না,
অনেকেই ছোয় না, ফ্রিতেও নেয়না।
না টিকলে কিছুক্ষণ, টিকলে আজীবন,
ঝকমকে আবরণ, গুণাবলীটা এমন।


হেবী মাল কোরিয়ান, মিলছেনা আর এখন,
কপি পেস্ট সারাক্ষণ, চাইছে যে যেমন।
মেড ইন জিনজিরা, আইডিয়া ধার করা,
হয়েছে পাগল পারা, কিনেছে যে বা যারা।