প্রশ্নের পর প্রশ্ন
উত্তর কিভাবে দিব বল
আমি যে তন্দ্রাচ্ছন্ন।


প্রতিকূলতার মাঝে
বেদনার সূর করুণ শব্দে
গভীর রাতে বাজে।


মনে হয় প্রহসন
সুখের ভাবনা উদ্যত হয়
ছাড়তে সিংহাসন।


উদ্দেশ্য যাই ভুলে
আগামী এসে সামনে দাঁড়ায়
বিজয়ের পাল তুলে।


পরাস্থতার বুলি
ভুলিয়ে দেয় মান-অপমান
নিতে চায় পদধূলি।


প্রশ্ন আসে ফিরে
উত্তর খুঁজি দিবা-নিশি
আজো জীবন তীরে।


অথচ ঐ দূরে
যেন করুণ সূরে
বাজে বিজয়ের ঢাক,
প্রশ্নের পর প্রশ্ন আসে
উত্তর দিতে ব্যর্থ আজো
হয়ে যাই নির্বাক।