নিঃস্ব


আশার চেয়ে বেশী পেয়ে,
চাওয়ার চেয়ে অনেক দিয়ে।
বুঝে নিয়ে মনের ভাষায়,
তবু জীবন কিসের আশায়।


অজানা সে পথে ধেয়ে,
মন ভোলানো সূরে গেয়ে।
নাম না জানা ফুলের ছোয়ায়,
অগ্নিগিরির কালো ধোয়ায়।


পাড়ি দিয়ে বন্ধুর পথ,
ঠিকই চলে এ জীবন রথ।
অপূর্ণ রয় স্বপ্ন আশা,
আশায় থাকে ভালোবাসা।


খুঁজতে খুঁজতে গহীন বনে,
কাটায় সময় মধুর ক্ষণে।
হাজার ব্যাথার কানাকানি,
লোক সমাজে জানা জানি।


তবু চাওয়ার নেই যেন শেষ,
বহিঃপ্রকাশ স্বপ্ন বিশেষ।
চাওয়ার চেয়ে দিয়ে বেশী,
নিজেই ব্যাথার বানে ভাসি।