সমস্ত রকম বাঁধা বিঘ্নতা অতিক্রম করে,
নির্দিষ্ট গন্তব্যে পৌছতে চায় মানুষ।
হাজার কষ্টে একত্র করা জীবনের সব সঞ্চয়,
মুহূর্তে বিলিয়ে দেয় সামান্য সুখের আকাঙ্ক্ষায়।


সামাজিক স্বীকৃতি এবং অধিকার থাকার পরেও,
মন্তব্য প্রকাশ করা পরচর্চা মনে করে কেউ কেউ।
অথচ আশ্চর্য চরিত্রের সেই মানুষই আবার,
চরম উত্তেজনায় মেতে ওঠে অনধিকার চর্চায়।


বীণা প্রয়োজনে কারো ব্যাক্তিগত বিষয়ে নাক গলানো,
জঘন্যতম ঘৃণার দৃষ্টিতে দেখে থাকে অনেকেই।
প্রতিদিন ঘরের খেয়ে বনের মোষ না তাড়ালে,
শূন্য উদরে বদ হজম হয় হাজারো লোকের।


সত্য কথা বলতে অনেক বাঁধা অনেক বিপত্তি থাকে,
আর অবিরত মিথ্যা কথা বলে অনেকেই পুরস্কৃত।
চরিত্রগুনে অপরকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা,
এক ধরণের মানসিক রোগ বলা ভুল কিছু নয়।


মানুষ পাহাড়সম বিপত্তি পেরিয়ে বেঁচে থাকে,
ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ে মৃত্যুর সাথে লড়াই করে তবুও।
তিল কে তাল বানিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া,
একমাত্র আশ্চর্যজনক মানুষের স্বভাবেই যায়।