কাউকে বিশ্বাসঘাতক বলনা।।
একমাত্র মানুষের চরিত্রে
গভীরভাবে প্রবাহিত হয় আবেগ।
নানাভাবে ব্যতিক্রম
অন্য প্রজাতি থেকে।


যুক্তি এক ধরনের প্রশান্তি যোগায়,
ভিন্ন প্রজাতিতে তা বিদ্যমান কদাচিৎ।


অন্ধ অনুভূতিকে নিয়ন্ত্রণের,
বাস্তব অভিজ্ঞতা অর্জন কর।
যাতে তা তোমায় নিয়ন্ত্রনের
সর্বাঙ্গীণ ক্ষমতা হারায়।


পর্যবেক্ষণ কর-ভাবো,
আর আচরণে প্রলুব্ধ হও।
যৌক্তিক গন্তব্য বেছে নিতে,
পুরস্কৃত কর নিজেকে।


সম্পূর্ণ অযোগ্য মনে হলেও,
প্রানপণ ধৈর্যধারণ কর।
ভুলেও বিশ্বাসঘাতকতা করনা।।


কাউকে বিশাসঘাতক বলনা,
কারণ সুন্দরের রয়েছে
ভিন্নরকমের সংজ্ঞা।
জগৎজুড়ে সর্বত্র
সার্বিকভাবে তা গ্রহণযোগ্য।
সকল আবেগের প্রায়শ্চিত্ত কর।।


প্রশিক্ষকের প্রত্যাশা অতিক্রমের
অভাবনীয় সৌভাগ্য সকলের হয়না।


মাত্রাতিরিক্ত গর্ব যদি
অহংকারে নিমজ্জিত না হয়,
চূড়ান্ত ফলাফল আকর্ষণীয় নিশ্চিত।
বৈশিষ্টে সমৃদ্ধ হও- ঘাতক হয়োনা।।


পবিত্র আত্মাকে অপবিত্র করে
নিঃস্ব হবে তুমি
অপ্রয়োজনীয় যৌক্তিকতার
ব্যর্থতায় মত্ত হলে।