আঙুল ফুলে কলা গাছ,
চুনো পুঁটি সে ও মাছ।
দেখি অকাল পক্কতায়,
না বালিকাও মা হয়!


সতীন দেখে গা জলে,
বিয়ের আগে তিন ছেলে!
আশির পরেও বুড়ো ভাম,
করতে শাদী ঝরায় ঘাম!


শনি শনি আট দিনে,
বাপের জমি নেয় কিনে।
দাদার আগে গজায় গোঁফ,
বিবেক বুদ্ধি পায় বিলোপ।


চোরের তো নেই শ্বশুর বাড়ি,
থাকুক যতই গাড়ি বাড়ি।
সে তো আপন স্বভাব দোষেই,
ভরা হাটে ভাঙে হাড়ি।


ঠাণ্ডা লেগেই গরম জ্বর,
জন্মের পরে মা ও পর!
উত্তেজনার এই শহর,
কুরুক্ষেত্র স্বামীর ঘর!


খেজুর পাতার বাজল বাঁশি,
মন্ত্রী কন্যাও শুনে দাসী।
রাজপুত্রের জন্ম দিনে,
হয় আপ্যায়ন বাকী কিনে।