সাধ আর সাধ্য জোড়া দুই ভাই,
সাধ্য তার হয় যার সাধ নাই!
সাধ ভর করে থাকে যার অন্তরে,
ওই চাঁদ দেখা যায় শুয়ে তার ঘরে!


পিপাসায় তৃষ্ণায় দুঃখী লোকজন,
আমরণ করেছে সাধের সাধন।
সাধ্য যে বিত্তে ঢাকা পড়ে রয়,
মনিবেরা তারে শুধু করে অপচয়!


সাধ বলে ভাইরে আয় কাছে আয়,
একসাথে বাস করি মিলে গায় গায়!
সাধ্য মহল ছেড়ে ওই কুড়েঘরে,
যেতে চেয়ে যায়না বড় ঘৃণা করে!


এ জীবনে তবে কি মিটবেনা সাধ?
সাধ্য মহলে থেকে হবে বরবাদ?
সাধ আর সাধ্য এক সাথে নাই,
তবে কি আপন নয় ওরা সৎ ভাই?


সাধ দ্যাখে জেগে জেগে স্বপ্ন যখন,
সাধ্য মহল মাঝে বন্দী তখন!
এক হতে পারে না ভাই হয়ে হায়,
সাধ্য তো সাধে আর সাধ কেঁদে যায়!