তোমার অভিমান আমাকে ডোবায়
কৌতূহলের গহীনে।
অনুরাগের ছোয়ায় জেগে ওঠে বাসনা
অতৃপ্ত পিপাসা মেটাই উম্মাদনায় মেতে।
শিশির ভেজা লাউয়ের ডগার মত
বেড়ে ওঠে সুপ্ত আকাঙ্ক্ষা।
অপ্রয়োজনীয় নিকটবর্তিতা
আরো বেশী কামনায় মত্ত হয়।
ভেসে যাই অকল্পনীয় সুখের সাগরে
স্রোতের মত বয়ে যায় সুখময় মুহূর্ত।
মুমূর্ষ তোমায় খুঁজে পাই বালুময় কিনারে।
যন্ত্রনার দাবানলে জ্বলন্ত আমাকে
বিমোহিত করেছো স্বপ্নীল প্রেমে।
বজ্রের মত গর্জে ওঠা যন্ত্রণাকে
শীতল করেছ মায়াবী ছোয়ায়।
তাই তৃষ্ণার্ত আমার দু চোখ
অক্লান্ত চেয়ে থাকে পথপানে।
আবার কবে আসবে তুমি
পরিপূর্ণ তৃপ্তি দিতে অতৃপ্ত আমাকে।