প্রতিবাদে ফেটে পড়া রাজ পথ খালি,
জাতির বিবেক শোনে আবেগের গালি।
খুশীর মহলে বসে নেতা পাতে ফাঁদ,
দেখে যাও মুখে বলা বড় অপরাধ।


আজীবন জেলে যদি থাকতে না চাও,
চোখ আছে দ্যাখো আর মুখ বুজে রও।
সব সয়ে যাও আর মুখে রাখো হাসি,
আইন জানে না নিজে কবে কার ফাঁসি।


আমার এই দেশ আজো ফুলে ফলে ভরা,
সামান্যতম সুখ কেড়ে নিল যারা।
তাঁদের কাছে আজ করি মিনতি,
সাধারণ জনগণ করেছে কি ক্ষতি?


তাঁদের উপর কেন এত অনাচার?
কেন তুমি করছ না তাকে সমাদর?
ওদের শ্রমে ঘোরে অর্থের চাকা,
তবু কেন কাঁদে ওরা নিভৃতে একা?


আর কত সয়ে যাবে কত খাবে ধোঁকা?
হুঙ্কার ছেড়ে দেখ নও তুমি একা।
মুখে তালা লাগিয়েও হলে বলিদান,
প্রতিবাদী হয়ে ওঠো হও সাবধান।