দুঃখী প্রাণ পায় যদি তোমার স্পর্শ,
হৃদয়ের সাথে শুরু হয় সংঘর্ষ।
তোমার সংস্পর্শে খুঁজে পাই উদ্যম,
তোমাতে ঋণী আমি তুমি সর্বোত্তম।


একাকীত্বের ঘোরে হারিয়ে নিজেকে,
আঁধারের আমাকে নিয়ে এলে আলোকে।
আমরণ মোহ নিয়ে চলবে এ সংগ্রাম,
যদি তুমি দূরে যাও পণ্ড হবে শ্রম।


একত্রে পথচলা তুমি আমি সহচর,
প্রকৃতির কাছ থেকে সফলতা করি ধার।
পৃথিবীর সব ফুল হাসিতে শোভা পায়,
জুড়ায় এ অন্তর বেড়ে যায় প্রত্যয়।


মেঘ হতে ধার করে এক ফোঁটা বৃষ্টি,
যদি হয় ও নয়নে অশ্রুর সৃষ্টি।
অসহ্য যন্ত্রণায় জ্বলবে এ আত্মা,
হাসি খুশী এই তুমি জুড়ে থাকো সত্ত্বা।


তৃষিত অন্তর করে সুখ সন্ধান,
নিজেকে বিলিয়ে তুমি দাও প্রতিদান।
পাশাপাশি পথ চলে থেকে যায় কেউ পর,
হৃদয়ের ঋণে বেঁধে তবে হয় সহচর।