কিছুতেই পারছ না
সত্যের বহিঃপ্রকাশ ঘটাতে,
অজানা কোন এক বিপত্তি
বাঁধাগ্রস্থ করছে সর্বক্ষণ।


দাস প্রথা নাকি বিলীন
হয়েছে অনেক আগেই,
দুঃশাসনের সময় পেরিয়ে গেছে
কোন বিবেকে বলছ আজ।


আমার দৃষ্টিতে সবই বিদ্যমান
মধ্যযুগের বর্বরতার মতই,
শুধু বদলে নিয়েছে রুপ
নিষ্পেষণের ধরণ।


আজ নাকি তোমার অবস্থান
চরম সভ্যতার শীর্ষে,
তাহলে পার্কের ধুলোমাখা বেঞ্চিতে
রাত কাটানো অভুক্ত কঙ্কালগুলো
ভিন গ্রহ থেকে এসেছে নিশ্চই?


আমি জানি তুমি দাড় করাবে যুক্তি
তোমার অনেক জ্ঞান,
তুমি স্বেচ্ছায় অজ্ঞ, আত্মকেন্দ্রিক
এক কথায় স্বার্থপর।


হৃদয়ে সহানুভুতির উদ্ভব ঘতাও
তবেই তুমি হয়ে উঠবে সভ্য।