টাকার গরম সহ্য করা বেজায় কঠিন ব্যাপার,
টাকা পেলে চরিত্রহীন হয়ে যায় কেউ আবার।
মায়ের কোলে কাঁদে শিশু টাকা পেলে খুশী,
স্ত্রী সন্তান সবার মুখে টাকায় ফোঁটায় হাসি।


টাকায় বিক্রি হচ্ছে মাথা মিলছে বাঘের চোখ,
টাকার জোরে পাচ্ছে স্যালুট মূর্খ বাজে লোক।
আপন জনা ছেড়ে কেহ যাচ্ছে অন্য হাতে,
উর্বশী মেয়ে টাকার জন্য নেমেছে ফুটফাটে।


টাকা যেন ব্যাথার মলম সবার প্রাণটা জুড়ায়,
টাকাই তো হাওয়ায় ভেসে সারা ভূবন ঘুরায়।
মিলছে টাকায় নববধু মিলছে স্বামীর ঘর,
টাকাই আপন টাকাই জীবন আর সকলে পর।


মন ভরেছে টাকায় সবার খালি তবু বুক,
কত টাকার মালিক হলে পেতে পারি সুখ?
হল সারা জগৎ ঘুরে নিজের চোখে দেখা,
অশেষ টাকার মাঝেও কেহ ফকির নিঃস্ব একা।


দরকারি এই টাকাই আবার সব ভেজালের কারণ,
টাকার জন্য ভুগে রোগে করুণ কারো মরণ।
আবার কেহ টাকা পেয়ে ভোলে লজ্জা শরম,
সম্পর্কটা পণ্য ভাবে টাকার এত গরম।