তোমার আগে পরে
যে ছিল এই ঘরে,
তার ছিলনা নাম ঠিকানা
ভেদ করেছে তার নিশানা।
হোঁচট খেয়ে চলার পথে
কষ্টে সৃষ্টে স্মরে।


দুর্বলতম মনের গহন
সংগোপিত হৃদয় দহন,
প্রতিশ্রুতির অনাচারে
অশ্রু ঝরে নয়ন ভরে।
মনের রাজা ত্যাগকারী তাই
আপন সিংহাসন।

অভিশপ্ত অঢেল ধনে
অহংকারী যায় পতনে,
বিঘোর করুন সূর যে ছিল
নিত্যদিনে শুনেছিল।
বিকল্পরূপ ধরেছিল
ব্যথীত আনমনে।


পড়ে ছিল অবলিপ্ত
দু হাত ছিল সদাই রিক্ত,
অনাকাঙ্ক্ষার গোলকত্ব
আশার বাণী শোনায় নিত্য।
ব্যর্থ আত্মা কারণ খোঁজে
আঁখি কেন অশ্রুসিক্ত।


আগে পাছের গণ্ডগোলে
জাত কূল মান সবি ভোলে,
দুর্ভাবনার বিতৃষ্ণা
আত্মা জুড়ে জমায় ঘৃণা।
বিষণ্ণতার প্রখরতায়
প্রার্থনারা সমমনা।


বর্তমানের আড়ষ্ঠতা
সৃষ্টি করে বিষণ্ণতা,
নাম ঠিকানা প্রশ্নাতীত
অজানাতে নিপতিত।
যে ছিল সে আজো আছে
জ্বলন্ত এক চিতার মত।


গত বুদ্ধির হৃদয় ঘরে
শূন্য আত্মা ডুকরে মরে,
চুপিসারে খুজে ফেরে
দেখতে তারে নয়ন ভরে।
আমার রাতের নীরবতায়
তোমার আগে পরে।