কৌতূহলবশত তাকিয়ে,
এখন আর পলক ফেলতে পারিনা।
ফলো করা চরম অপছন্দ তোমার,
তবু অনুসরন করি প্রতিদিন।


নিরুপায় মন বারন মানে না,
অভিনব কৌশলে জলছায়ায়-
চেষ্টা করি দেখতে তোমায়,
আমি তো আর ইভটিজার হতে পারবনা।


এ হৃদয়ের আকুতি অজানা তোমার,
তোমাকে বোঝাতেই এই পীছু চলা।
তুমি কখনই অহংকারী নও,
বলে দেয় ঐ মায়াবী চাহনি।


তবু সামনে দাড়াতে সংকোচ জাগে,
মিশ্রিত ভয় আর লজ্জায়।
হয়তো দেখনি আমার বিচরণ
তোমার ভেতরে, তোমার চারিধারে।