তৃপ্তি খুঁজি তোমার মাঝে, তুমি তখন রাঙা লাজে,
কল্পনাতে বধুর সাজে, আর মিলনের সূর ও বাজে।
তুমি সদ্য ফোটা কলি, আর যদি হই আমি অলি,
মাদকতায় পড়ে ঢলি, দিতাম জীবন জলাঞ্জলি।


আজকে যেন তোমায় দেখে, চিরসবুজ পাতার ফাঁকে,
ডালের উপর দুই পা রেখে, মধুর সূরে কোকিল ডাকে।
ফুলকলিরা লজ্জা ভুলে, আনন্দে দেয় পাপড়ি মেলে,
সূর্য তখন অস্তে চলে, জ্যোৎস্নার আলো পড়লে ঝিলে।


মহানন্দে শালুক হাসে, মাঠের বুকে সবুজ ঘাসে,
দোলা দেয় মাতাল হাওয়াতে, সে দোলায় বসন্ত আসে।
সেই বসন্ত তোমায় আমায়, কামনাতে ব্যপক মাতায়,
শরীরে শিহরণ জাগায়, অন্তরে শান্তির প্রলয়।


এমনি দিলে সুখের দোলা, যাই হয়ে যাই আত্মভোলা,
এইভাবে একত্রে চলা, মিটবে প্রাণের সকল জ্বালা।
চাঁদের আলো অফুরান হয়, নিত্য হলে রবির উদয়,
তেমনি দোলা দিলে আমায়, সুখে ভরে দেবো তোমায়।


আজকে তোমার কিসের ভীতি? এই সখ্যতা এ সম্প্রীতি,
হবে প্রীতির অগ্রগতি, দূর হবে সব অসঙ্গতি।
যখনই এই দু চোখ বুজি, শুধুই তোমার অভাব বুঝি,
সর্বদা তোমারে পুজি, তোমার মাঝেই তৃপ্তি খুঁজি।