বিষণ্ণতা তুমি ফিরে যাও
আমার সঙ্গী হবে উল্লাস,
একঘেয়ে নিয়মের কারাগার ভেঙে
নামবে আনন্দের উচ্ছ্বাস।


অলসতার সাথে হবে যুদ্ধ
বিপত্তির সাথে মহা সংঘাত,
নিয়মের আলিঙ্গনে
অনিয়ম করে দাও উৎখাত।


সংশয় কাঁটিয়ে অনাগত সফলতা
খুব শীঘ্রই হোক উদ্ভব,
হারাবার ভয় তো সবখানে থাকবেই
চেতনা জাগলে সবই সম্ভব।


সমতার ছায়াতলে নিয়ে আশ্রয়
মানবিকতার হোক গুঞ্জন,
ঘৃণা অবহেলা নিয়ে উদ্দীপনায়
পূজারীর শেষ হবে প্রহসন।


খ্যাতি যশ না থাক
খুব সাধারণ হোক অভিলাষ,
পরিতাপ কিছু নয় যদি অনুভূত হয়
অন্তরে ভরপুর উল্লাস।