সার্থকতার নামটা হল ভালোবাসা,
প্রতিবারই নতুন করে কাছে আসা।
জীবন জুড়ে থেকে গেছে লক্ষ্য অটুট,
আবদ্ধতায় থেকেও হয় যে দলছুট।


অনন্তকাল সে দলেতে অন্তর্ভুক্তি,
বন্দীও নয় নয় কখনও অবমুক্তি।
বিনি সুতোয় বাঁধা এ যে কঠিন বাঁধন,
চিরকালের পর হয়ে যায় প্রাণের আপন।


অদৃশ্য কোন হাতে নাড়ে জাদুর কাঠি,
আপন জুড়ে হয় আপনার প্রাণের ঘাটি।
হঠাৎ আসা যন্ত্রণাতে প্রাণ কাতরায়,
ভালবাসার ঘাটি জুড়ে সুখ শোভা পায়।


স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনন্তকাল,
দেহে প্রাণে শান্তি পাবার আশার বাদল।
সার্থকতার দুয়ারপ্রান্তে পৌঁছে দিতে,
দ্বিধা দন্ধ যায় ভুলে যায় জীবন নিতে।


ভালোবাসা সে যেন এক পরম পাওয়া,
একটু পেয়ে জন্ম নিল আরও চাওয়া।
শেষ হয়ে যায় জীবন তবু থাকে আশা,
সার্থকতার শর্তহীন এই ভালোবাসা।