দেহ আর আত্মায়, মিশ্রিত সত্ত্বায়।
ভাব অব্যক্ত, প্রাণ ব্যাথা যুক্ত।
ভাই কি ভগ্নী, জ্বলছেই অগ্নি।
হতে চেয়ে মহীয়ান, হয়ে যায় বলীদান।


অশুভ যাত্রা, বাঁধা অতিমাত্রা।
শ্রদ্ধায় ভক্তি, সকলের শক্তি।
জয় করে লজ্জা, হয় ফুল সজ্জা।
কেউ অতিরিক্ত, আজ সংযুক্ত।


উভয়ের সমাহার, করবেই উদ্ধার।
প্রাচীন যুক্তি, আধুনিক মুক্তি।
হৃদয়ের যুদ্ধ, সুখ অবরুদ্ধ।
স্বপ্নের প্রতিমা, কি দারুণ মহিমা।


যৌক্তিক বিচারে, বিষ মাখা আহারে।
সুখে ভরা আঙ্গিনা, ইচ্ছায় ভাঙ্গেনা।
আবেগের সমাহার, ঘোলা করে অন্তর।
তবু দুটি সত্ত্বা, এক তার আত্মা।


বিরহের গুঞ্জন, নিভৃতে ক্রন্দন।
হৃদয়ের উল্লাস, শান্তির উচ্ছাস।
সবার আগে সত্য, জেগে রয় নিত্য।
তাই এত ভক্তি, নয় কোন যুক্তি।