আমি কার পাগল,
সবাই নাকি জানে!
ডাকি চিৎকার করে,
গেল না তোর কানে!


আমি সন্ন্যাসী বৈরাগী,
তুমি প্রেমানুরাগী!
মুখে কলঙ্কের ছাপ
হয়ে গেলে অভাগী!


এমন বচন শুনবে সবে
ভাবনা ছিলো ভূল!
কেমন ঘটন দেখলো শেষে
মিথ্যে নয় এক চুল!


রচনাকাল: ১১/০৫/১৯