আসিল শরৎ
কাঁদিয়ে সারা মাটি,
কত অশ্রু ঝড়ায়ে  
উজান থেকে ভাটি।
বলো না গো আমায়
কি দিবে উপহার,
এনেছ কি এবারও
সাদা ফুলের সমাহার।


আনিলে গো তুমি
সাদায় সাদায় সাদা,
ধুয়ে মুছে দিয়ে
নদীর তলার কাদা।
নীলের আকাশে উড়ায়ে
সাদা মেঘের ভেলা,
ছোট্ট শিশুর কাশফুল বনে
ছোটাছুটি আর খেলা।


নদীর তীরে দোলাও তুমি
কাশের ফুলের বন,
মুগ্ধ এ মন পরমানন্দে
দুঃখ ঘোঁচাতে কতক্ষণ।
শরত হৃদয়ে নাড়া দিয়ে
আনুক খুশি-অনন্দের ঢল,
সবার মনের দুঃখ ঘুঁচিয়ে
সুখী রাখুক অবিচল।