এখনো হয়নি বলা না বলা আলাপচারীতা
সে কি জানে? নাকী বুজে না আমার অব্যক্ত সব কথা?
যায় দিন বাড়ে অস্থিরতা,কথা হয় কত তবু সারে না ব্যাথা
মনের কথা থাকে মনে মুখে বলা হয় না।।


দিন যায় কথা পড়ে থাকে
এভাবে আর কত চলে !
জীবনের সাথে জীবনের কবে হবে যোগ
দিনে দিনে বাড়িতেছে দিলের মাঝে রোগ।।


ভয় হয় মোর ভয় হয়
তুমাকে হারাবার ভয় ।
বেসেছিতো ভালো নয়তো অভিনয়
যদি না লবে বরণ ! দিচ্ছে হানা একেবারে সংশয়।।


আমি চিৎকার করে বলিতে চাই
অব্যক্ত আছে যত কথা আমি শানাতে চাই।
তুমি কান পেতে রও,তুমি খোলে বস মনের দুয়ার    চোখে চোখ রাখো,বুঝো আমায়,শুভ সূচনা হোক পূর্ণ তার।।