শীতের শেষে আসিল বসন্ত
শিমুলের শাখায় লাগিয়াছে আগুন
রাতের নিশীতে কোকিলের ডাকশুনি
এই বুঝি আসিয়াছে ফাগুন।।

বাঙ্গালীর বসন্ত ৮ই ফাগুন
সেদিন মুক্ত করেছে মায়ের ভাষা
সালাম, জব্বার, রফিকের রক্তের বিনিময়ে
বাংলা হল রাষ্ট্র ভাষা।।

বসন্তের ৭ই মার্চ রের্স কোর্স ময়দানে
লক্ষ জনতার মঞ্চ হতে
মুজিব অবাক করে দিয়েছিল
সারা বিশ্বকে তর্জনীর ঝাঁকুনীতে।।

২৫শে মার্চ বসন্তে ঢাকা সবুজ চত্ত্বরে
রাতে ফোঠে ছিল রক্তে ভেজা ফুল
পাকিস্তানি হানাদার গুলি চালিয়ে
খালিকরে ছিল লক্ষ মায়ের কোল।।

ভাষা আন্দোলন স্বাধীনতার যুদ্ধ
ইতিহাসে এক সুত্রে গাঁথা
আমরা বসন্তেই ফিরে পেয়েছি
মাতৃভাষা ও মহান স্বাধীনতা।।